প্রভাস-শ্রদ্ধার আগামী ছবি সাহো নিয়ে ইতোমধ্যেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এরই মধ্যে অ্যাকশন-থ্রিলার ছবির ভিলেনের রূপে বহুদিন পর দেখা গেল চাঙ্কি পান্ডেকে। সাহোতে ভিলেনের চরিত্রে তাঁর লুক নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার। বাবার প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মেয়ে অনন্যাও। যিনি নিজেও সম্প্রতি বলিউডে অভিষেক করেছেন। ছবিতে চাঙ্কির চরিত্রের নাম দেবরাজ।
পরিচালক সুজিত চাঙ্কি পান্ডের ছবি শেয়ার করেছেন। ক্যাপশন করেছেন, ‘তাঁর অসাধারণ লুক নিয়ে, ছবির নতুন চরিত্রের নাম দেবরাজ যে আপনাকে দারুণ মজা দেবে।’ চাঙ্কির ছবিতে হাতে সিগার নিয়ে একেবারে মেজাজে রয়েছেন তিনি। মুখেও রয়েছে ভিলেনের হাসি। শেষ ২০১৭-তে বেগমজান ছবিতে দেখা গিয়েছিল চাঙ্কিকে।
Read More News
ছবির আরেকটি চরিত্রে রয়েছেন নীল নীতিন মুকেশ। চরিত্রের নাম জয়। তবে কী ধরনের চরিত্রে নীল কাজ করছেন তা নিয়ে রহস্য বজায় রাখা হয়েছে। ছবিতে অর্জুনকেও দেখা যাবে পুলিশের চরিত্রে।