গণেশ চতুর্থী উপলক্ষ্যে সেজে উঠেছে মুম্বাই সিট। বলি সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁদের শুভেচ্ছা বার্তা, ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পারিবারিক পুজোর নানা মুহূর্তের ছবি।
Read More News
আমেরিকান পপস্টার নিক জোনাসের সঙ্গে বিয়ের পর পাকাপাকিভাবে মার্কিন মুলুকেই এখন বাস প্রিয়াঙ্কা চোপড়া। মাঝেমধ্যে কাজের প্রয়োজনে এদেশে আসেন, তবে দীর্ঘদিনের জন্যে নয়। গণেশ চতুর্থীতে তিনি এবার আর দেশে থাকতে পারলেন না। তবে টুইট করে তাঁর ভক্ত ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রিয়াঙ্কা। একই সঙ্গে জানালেন, এই উত্সবের সময়ে মুম্বইয়ে থাকতে না পারাটাকে তিনি ভীষণভাবে মিস করছেন।
তিনি টুইটে লিখলেন, প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীদিনে দেখা যাবে সোনালি বোস পরিচালিত ছবি The Sky Is Pink ছবিতে। তাঁর বিপরীতে রয়েছেন ফারহান আখতার। আছেন জায়রা ওয়াসিমও।সিদ্ধার্থ রয় কাপুর, রনি স্ক্রুওয়ালা ও স্বয়ং প্রিয়াঙ্কা প্রযোজিত এই ছবি মুক্তি পাবে অক্টোবর মাসে।
CoinWan Latest Banlga Newspaper