অভিনেত্রী মোনালিসা ‘ঝুমা বৌদি’ নামে বেশ পরিচিতি। তবে বিগ বস-১০ এ অংশ নেয়ার পরই জানা শোনাটা আরো বেশি নজর কাড়েন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই সরব থাকেন এই অভিনেত্রী। নিজের নানা ভিডিও ও ছবি নিয়মিত পোস্ট করেন ইনস্টাগ্রামে।
ভোজপুরি সিনেমাতে অভিনয় করে তাক লাগিয়েছেন মোনালিসা। অনেক সিনেমায় অভিনয় করেছেন। ভোজপুরী ছবির প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন। বর্তমানে নজর নামের একটি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। যেখানে তার চরিত্রের নাম মোহনা।
Read More News
‘খাতরা’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে স্টান্ট দেখাতে গিয়ে গুরুতরভাবে আহত হন অভিনেত্রী মোনালিসা। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই শোতে মোনালিসা ছাড়াও আছেন ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া, রিম শেখ, আদিত্য নারায়ণ ও রিধিমা পণ্ডিত।
CoinWan Latest Banlga Newspaper