ভারতীয় সুপারস্টার প্রভাসের সঙ্গে হঠাৎ দেখা বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের। যদিও তাদের হঠাৎ দেখা একটি বিমানে।
Read More News
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুবাই যাচ্ছিল সুজানা। বিমানের মধ্যেই প্রভাসের সঙ্গে হঠাৎ দেখা, তাকে দেখেই সুজানা কুশল বিনিময় করে।
সুজানা বলেন, ৫ মিনিট প্রভাসের সঙ্গে ছিলাম। ছবি তোলার আবদার করি। উনি হাসিমুখে ওয়েলকাম করেন। প্রভাসকে জানাই, তার ‘বাহুবলী’ দেখে খুব ভালো লেগেছে। বাহুবলী’র কথা বলতেই মুচকি হাসি দেন প্রভাস। এরপর আমাকে থ্যাংকস জানান।
সুজানা জানান, প্রভাসের ‘সাহো’ ছবিটি দুবাইতে চলছে। ওই ছবি উপলক্ষ্যে প্রভাস দুবাই যাচ্ছেন বলে তাকে জানিয়েছেন।
এদিকে, সাহো’র পর আবার নতুন কাজে মনোনীবেশ করতে যাচ্ছেন প্রভাস। পরিচালক নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যেতে পারে তাকেই।
CoinWan Latest Banlga Newspaper