গুঞ্জন উঠেছিল বলিউড তারকা অক্ষয় কুমারের নায়িকা হয়ে সিনেমায় অভিষেক করবেন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। যশ রাজ ফিল্মসের ব্যানারে অক্ষয়ের বিপরীতে বলিউডে অভিষেক করছেন মানুষী। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখনো মুখ খুলেননি।
এদিকে বলিউডে পা রাখার ব্যাপারে মানুষী এতটাই উৎসাহিত যে, তিনি ইতোমধ্যেই প্রচুর পরিমাণে অভিনয় ও নাচের ওয়ার্কশপ করেছেন।
Read More News
ছবিটির কাহিনী হবে পৃথ্বিরাজ চৌহানের জীবনী নিয়ে। ছবিটি পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটির সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছেন, চলতি বছরের শেষেই শুটিং শুরু হবে ছবিটির।
উল্লেখ্য, ভারতীয় মডেল এবং ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর মুকুট জেতা বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার। ১৭ বছর পর মানুষীর হাত ধরে পুণরায় মিস ওয়ার্ল্ডের শিরোপা পায় ভারত। এর আগে ২০০০ সালে দেশটির হয়ে বিশ্বসুন্দরীর এই খেতাব অর্জন করেন নায়িকা প্রিয়াংকা চোপড়া। বিশ্বের ১২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরী খেতাব জিতে নেন এই হরিয়ানা কন্যা। তাঁর বাবা ড. মিত্রবসু ছিল্লার পেশায় বিজ্ঞানী। আর মা ড. নীলাম ছিল্লার একজন নিউরোকেমিস্ট্রির অধ্যাপক।
CoinWan Latest Banlga Newspaper