বলিউডে অভিষেক হয়েছে জাহ্নবী কাপুর। কিন্তু সেভাবে অভিনয়ের জনপ্রিয়তা তিনি পাননি। তবে জাহ্নবীর ফ্যানের সংখ্যা ইতিমধ্যেই অনেক হয়ে গিয়েছে। জাহ্নবী সোশাল মিডিয়াতে নিজের সব ভাল মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন।
Read More News
সম্প্রতি তিনি বেড়াতে গিয়েছিলেন নিউইয়র্ক। জাহ্নবী বন্ধু বান্ধব ও নিজের বোন খুশির সঙ্গে বেড়াতে যেতে ভালবাসেন। তবে নিউইর্য়কে গিয়ে জাহ্নবী যা করলেন তা সত্যিই খুব মজার। তিনি নিউইয়র্কের রাস্তায় গিয়ে নাচতে শুরু করলেন। রাস্তার ধারে পার্কে ফোয়ারা ছিল। কালো হট প্যান্ট ও শর্ট ক্রপ টপ পরে নাচতে নাচতে ভিজতে শুরু করলেন। এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহ্নবী। যা এখন ভাইরাল।
CoinWan Latest Banlga Newspaper