প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। কো-এ্যাক্টরদের সঙ্গে তোলা একটি ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করে এমনটাই জানান প্রিয়াঙ্কা।
‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন রাজকুমার রাও এবং আদর্শ গৌরব। ছবিটি পরিচালনা করছেন রামিন বাহরানী।
Read More News
সোমাবার রাজকুমার রাও ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি নিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, অসম্ভব ট্যালেন্টেড কিছু মানুষের সাথে কাজ করতে পারবো তাই আমি ছবিটির কাজ শুরু করতে আর আপেক্ষা করতে পারছি না।
আরাবিন্দ আদিগারের ম্যান বুকার পুরষ্কার প্রাপ্ত উপন্যাস ‘দ্য হোয়াইট টাইগার’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর।
CoinWan Latest Banlga Newspaper