নতুন ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন শত্রাজিত্। ছবির প্রধান দুই নারী চরিত্রে থাকার কথা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সায়নী দত্তের। তবে পুরুষ চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। সব প্ল্যান মাফিক চললে নভেম্বর অথবা ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। এই ফ্যান্টাসি কমেডির শ্যুটিং কলকাতা এবং ফ্রান্স অথবা ইংল্যান্ডে হবে।
Read More News
যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি পরিচালক শত্রাজিত্, তবে শোনা যাচ্ছে ছবিটি এমন একজনের গল্প বলবে যাঁর জীবনের অর্ধেকটা কাটে কলকাতায় বাকিটা বিশ্বের অন্য কোনও প্রান্তে। আশা করা যাচ্ছে, এ মাসের শেষের দিকেই ছবির কথা ঘোষণা করবেন পরিচালক।
CoinWan Latest Banlga Newspaper