আবার নতুন করে স্বপ্ন দেখার অভ্যেস করছেন সালমানের এবং ক্যাটরিনা? যত দিন যাচ্ছে সালমানের এবং ক্যাটরিনা ফ্যানদের মনে এই প্রশ্নটিই দানা বাঁধছিল। প্রাক্তন হয়েও কীভাবে এত ভাল বন্ধুত্ব ধরে রাখা যায়, অবাক করছিল নেটিজেনদের। এ বার তা নিয়েই মুখ খুললেন বি-টাউনের হটেস্ট ডিভা ক্যাটরিনা।
Read More News
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ক্যাটরিনা বলেন, “আমার আর সালমানের বন্ধুত্ব ১৬ বছর ধরে টিকে রয়েছে। তিনি এমনই সাচ্চা মানুষ, যখনই দরকার হবে পাশে পাবেন। “পাশাপাশি ক্যাটরিনা এও জানান, বর্তমানে তিনি সিঙ্গল। তবে ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর। ক্যাটের কাছে পরিবারের থেকে মূল্যবান আর কিছু নেই।
ব্রেক আপের পরও সালমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালই ক্যাটরিনার। এক সঙ্গে চুটিয়ে সিনেমাও করছেন দুনিয়ায়। এক্স যে বন্ধু হতে পারে তা প্রমাণ করে দিয়ে ক্যাট-সলমনের বন্ধুত্ব।
CoinWan Latest Banlga Newspaper