পর পর মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি সাহো এবং ছিছোরে। বক্স অফিসে দুটি ছবিই চূড়ান্ত সফল। বক্স অফিসে দীর্ঘদিন পর এমন সাফল্য শ্রদ্ধা কাপুরের কাছে এনে দিয়েছে একের পর এক ছবির অফার।
শোনা গিয়েছিল লাভ রঞ্জনের আগামী ছবিতে অজয় দেবগণ এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁকেও অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ছবির অফার নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধা কাপুর। কেন এমন করলেন তিনি? বাতাসে জোর গুঞ্জন, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি টাকা বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েছেন শ্রদ্ধা। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি রামায়ণ এ সীতা চরিত্রের অফার এসেছে তাঁর কাছে।
Read More News
প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুরের শেষ ছবি ছিছোরে-এর পরিচালকও ছিলেন নীতেশ তিওয়ারি। তাই খুব স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে শ্রদ্ধার কমফর্ট লেভেল অনেকটাই বেশি।
সাহো এবং ছিছোরে-র পর সদ্য সদ্য Street Dancer 3D-র শ্যুটিং পর্ব শেষ করেছেন শ্রদ্ধা কাপুর। রেমো ডি’সুজা পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রভু দেবা এবং নোরা ফতেহি। ২০২০ সালের ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির।
CoinWan Latest Banlga Newspaper