শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করতে গত ১৯ সেপ্টেম্বর শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
গত ২১ তারিখ থেকে এফডিসিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। এতে অংশ নিয়েছেন শ্রাবন্তী, ভারতের রাহুল দেব। এফডিসি জুড়ে রিকশা চালিয়েছেন শ্রাবন্তীর স্বামী। শ্রাবন্তীর স্বামী রোশন সিং শুটিং সেটে রিকশা চালাতে থাকেন, হঠাৎ দৌড়ে গিয়ে রিকশার যাত্রীর আসনে বসেন শ্রাবন্তী।
Read More News
রোশন সিং বলেন, বাংলাদেশে এসে বেশ ভালো লাগছে। চারপাশের সবকিছু উপভোগ করছি। শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে দিই। রিকশা চালানোটা বেশ উপভোগ করেছি। আমার কাছে বেশ মজাই লেগেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে এফডিসির মান্না ডিজিটালের সামনে বস্তির মতো সাজিয়ে শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর শুটিংয়ে সঙ্গ দেওয়া জন্য ঢাকায় এসেছেন রাহুল সিং। বেশ চমৎকার মনের মানুষ তিনি।
CoinWan Latest Banlga Newspaper