‘দুলহা মিল গায়া’ ছবির পরিচালক মুদাস্সর আজিজ, এর আগে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে প্রেম ছিল তাঁর। তবে বর্তমানে হুমা কুরেশির সঙ্গে জমিয়ে প্রেম করছেন মুদস্সর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তাঁদের নানা মুডের ছবি শেয়ার করেন পরিচালক ও তাঁর নতুন প্রেমিকা।
Read More News
সম্প্রতি একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে নিজের ব্রেক-আপ নিয়ে কথা বলেছেন মুদস্সর। তাঁর কথায়, যখন প্রেমে ছিলাম এবং যখন সম্পর্কটা ভেঙে গেল, আমি কিন্তু কোনও সাড়া শব্দ করিনি। আমার মনে হয়েছিল সেটা ঠিক নয়। কিন্তু আমার সম্পর্ক নিয়ে নানা খবর আমার বাবা-মাকে অসুবিধায় ফেলেছিল। আমি একেবারে মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাঁদের ছেলের সম্পর্ক পেপারে পড়তে ভালো না লাগাই স্বাভাবিক। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমার নিজের ওঁদের সঙ্গে সম্পর্কও বিঘ্নিত হয়।
যদিও সুস্মিতা সেন সম্পর্কে আজও তিনি একইরকম সম্মান প্রদান করতে বিশ্বাসী। বলেছেন, ও একজন দারুণ মানুষ। আমি ওঁর সব সিদ্ধান্তকেই সম্মান জানাই। ও বরাবর নিজের ইচ্ছেতেই জীবন কাটিয়েছে। এটা কিন্তু সবাই পারে না।
সুস্মিতার জীবনেও এখন নতুন প্রেম এসেছে। তাঁর নতুন বয়ফ্রেন্ড রোহমান শল। আপাতত তাঁরা দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলিও ভাইরাল হয়েছে।