আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারকে কোন মহল হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন, ততদিন নিরাপত্তা দেয়া হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
Read More News
আইনমন্ত্রী বলেন, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। যারা বর্বর এ হত্যাকাণ্ডে জড়িত, রায়ে তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি হয়েছে। এই রায়ে প্রমাণিত হলো, অপরাধী যেই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক।
আনিসুল হক বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার পাওয়ার সংস্কৃতিতে এ জাতিকে ফিরিয়ে এনেছে।