বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তার ভেতরে ক্যাসিনো এবং ওই বাড়ির ছাদে মিনি বারের সন্ধান পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারীরা।
এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, মাদক হিসেবে ব্যবহৃত সীসার উপকরণ ও ক্যাসিনোর সরঞ্জামা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির দুই কর্মচারী নবীন ও পারভেজকে আটক করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
Read More News
রোববার বিকেল ৫টার দিকে গুলশান ২-এ আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় আজিজ মোহাম্মদ ভাই বাড়িতে ছিলেন না।
বাড়িতে যে ক্যাসিনোটি পাওয়া যায়, এতে ডলারের মাধ্যমে খেলা হতো। এক সেন্ট থেকে শুরু করে ১০০ ডলারের পর্যন্ত কয়েন দিয়ে খেলা হতো। সাম্প্রতিক রাজধানীতে যতগুলো ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, সেসব জায়গায় খেলা হতো টাকা দিয়ে। এটা তার ব্যতিক্রম।
এছাড়াও ক্যাসিনোটি সকল প্রকার আধুনিক সুবিধা রয়েছে এবং সুসজ্জিত। এখানে মদ থেকে শুরু করে সিসা, গাঁজাসহ সব ধরনের মাদকের সুযোগ-সুবিধা ছিল।
CoinWan Latest Banlga Newspaper