দুর্নীতিবাজ কাউকে সাথে নিয়ে কাজ করবেন না বলে জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। নুর বলেছেন, তিনি যদি আগে থেকে জানতেন জোবাইক সার্ভিস ‘ডিইউ চক্কর’ এর যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে গোলাম রাব্বানী থাকবেন তাহলে তিনি সেখানে উপস্থিত হতেন না।
বুধবার বিকালে ঢাবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জোবাইক সার্ভিস ‘ডিইউ চক্কর’ এর যাত্রার উদ্বোধন হয়। সেখানে ডাকসুর ভিপি নুরুল হক নুরের উপস্থিতিতে তার উদ্দেশে জিএস গোলাম রাব্বানী বলেন, অজুহাত না দিয়ে ডাকসুকে অর্থবহ করতে আসুন এক সাথে কাজ করি।
Read More News
এর আগে নৈতিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাব্বানীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হলে ডাকসুর জিএস পদ থেকেও রাব্বানী অপসারণের দাবি করেছিলেন ভিপি নুর।
রাব্বানীর আজকের বক্তব্যের পর ভিপি নুরুল হক নুর বলেন, আমি যদি আগে থেকে জানতাম রাব্বানী সেখানে থাকবেন তাহলে আমি সেই অনুষ্ঠানে যেতাম না। চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নৈতিক স্খলনের অভিযোগে তার সংগঠনের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। এছাড়াও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি প্রক্রিয়া নিয়েও অভিযোগ উঠেছে৷ এরকম দূর্নীতিবাজ লোকের সাথে কাজ করার কোনো প্রশ্নই আসে না।