মহাভারতের কাহিনীর নিয়ে ছবি হচ্ছে বলিউডে। দ্রৌপদীর দৃষ্টিকোন থেকে মহাভারতের কাহিনী দেখানো হবে এ ছবিতে। বড় পরিসরে নির্মিতব্য এ ছবিতে দ্রৌপদী চরিত্রে দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। মধু মন্টেনা ভার্মার সঙ্গে ছবিটি প্রযোজনাও করবেন দীপিকা।
কয়েকটি কিস্তিতে মহাভারতের কাহিনী নিয়ে ছবি নির্মাণ করা হবে। প্রথম কিস্তির ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালি উৎসবে।
Read More News
দ্রৌপদী চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেছেন, আমি খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ বারবার আসে না।
সম্প্রতি মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবির কাজ শেষ করেছেন দীপিকা। এছাড়া স্বামী রণবীর সিংয়ের বিপরীতে দীপিকাকে দেখা যাবে ‘৮৩’ ছবিতে।
CoinWan Latest Banlga Newspaper