আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এবং ১১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও ১২ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় সাত বছর পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে আগামী সম্মেলনসহ সংগঠনের সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
Read More News
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের প্রধানমন্ত্রীর এ নির্দেশ দেন। পঙ্কজ দেবনাথকে অব্যাহতি নয়, সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এর আগে বুধবার (২৩ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।
উল্লেখ্য, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র্যাব। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
এদিকে বিভিন্ন অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও।
CoinWan Latest Banlga Newspaper