শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কার্যালয়ে যুবলীগের প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত।
সভা শেষে নেতারা বলেন, ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার এখতিয়ার দলীয় সভাপতির। সভায় শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবলীগের দফতর সম্পাদক আনিসুর রহমান আনিসকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
Read More News
শুক্রবার সকাল থেকেই যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ক্যাসিনো কেলেঙ্কারিতে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার হওয়ার পর থেকেই দলীয় কার্যালয়ে দেখা যায়নি তাকে।
চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বৈঠকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিসকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামী সম্মেলনের বিষয়েও আলোচনা করেন প্রেসিডিয়াম সদস্যরা। আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper