বিসিবির সঙ্গে বৈঠক শেষে বুধবার (২৩ অক্টোবার) রাত ১১টার পরে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব আল হাসান।
সাকিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বেশিরভাগ দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে হবে। শনিবার থেকে লিগের খেলোয়াড়রা খেলা শুরু করবে। জাতীয় দলের খেলোয়াড়রা ২৫ তারিখ থেকে খেলা শুরু করবে। কয়েকটি দাবি মেনে নেয়ার ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে। সেগুলো আসলে আমরা তো জানি না। তবে সেগুলো যত দ্রুত সময়ে করা সম্ভব করা হবে বলে আমরা একমত হয়েছি।
Read More News
নতুন দুই দাবি নিয়ে সাকিব বলেন, পাপন ভাই বলেছে, নতুন দাবি ২টি আজকের। এটা নিয়ে আলোচনার সময় পাওয়া যায়নি। তবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো।