সাকিবের নিষেধাজ্ঞা ও ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের ২২ অক্টোবরের বক্তব্যের ভিডিও শেয়ার করে তিনি টুইটারে লিখেন, আমি মনে করি, বিসিবি সবই জানতো। দুঃখের সঙ্গে বলছি, পাপন যখন বলছেন তার কোনো ধারণা ছিল না, তিনি সত্য বলছেন না। ২২ অক্টোবরের সংযুক্ত ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে পাপন অধৈর্য হয়ে আইসিসির (ঘোষণার) জন্য অপেক্ষা করছেন।
আরও এক টুইটে তিনি ক্ষোভ ঝেড়েছেন দেশের ক্রিকেট বোর্ডের ওপর। বিসিবির একটি টুইট শেয়ার করে তিনি বোর্ডের আচরণকে ভণ্ডামি ও দ্বিমুখী বলে মন্তব্য করেছেন।
Read More News
তার মতে, বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানায়, ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে একই ধরনের বিশ্বাস তাদের। অথচ ঘরোয়া ক্রিকেটে বিসিবি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, ম্যাচ ফিক্সিং বন্ধ করছে না।
সাবের হোসেন চৌধুরীর তৃতীয় টুইটেও ছিল বিসিবির কড়া সমালোচনা। তিনি লিখেছেন, বিসিবির উচিত ছিল (সাকিবের) শাস্তির মেয়াদ কমানোর চেষ্টা করা। দুঃখের বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে সাকিবের পাশে দাঁড়ায়নি, এখন আবার মায়াকান্না করছে।
গত ২২ অক্টোবর ক্রিকেটারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের খবর শিগগিরই আসবে। চিন্তা করেন না, ওইগুলা আসতেছে।’ পরে তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশ্ন উঠছে, সাকিবের বিরুদ্ধে তদন্তের বিষয়ে না জানলে সেদিন কার ম্যাচ ফিক্সিংয়ের কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান?
CoinWan Latest Banlga Newspaper