রবিবার সন্ধ্যায় বনানী ১১ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির চতুর্থ তলায় অত্যাধুনিক সাজসজ্জায় ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ারের উদ্বোধন করেন নুসরাত ফারিয়া। উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ ও পারসোনার প্রতিষ্ঠাতা পরিচালক কানিজ আলমাস খান, কণ্ঠশিল্পী কণা, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ অবনী প্রমুখ।
Read More News
একবোন বাংলাদেশের নামকরা অভিনেত্রী, অন্যজন কৃতী ডাক্তারির ছাত্রী। কিন্তু এই দুই বোনের মধ্যে একটি মিল রয়েছে। তাঁরা দুজনেই ফ্যাশন ও রূপসজ্জা বিষয়টি খুব পছন্দ করেন। আর তাই পছন্দ থেকেই এবার তাঁরা খুলে বসলেন নিজস্ব স্টুডিয়ো। তাঁরা হলেন নুসরাত ফারিয়া এবং বোন ইসরাত মারিয়া মৃত্তিকা। মারিয়াস ব্রাইডাল স্টুডিয়ো অ্যান্ড বিউটি কেয়ারে বোনকে সবরকম ভাবেই সাহায্য করছেন তিনি।