স্বামী অভিনেতা সিদ্দিককে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিম। ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ৮ বছরের সংসারে তাদের ৬ বছরের একটি পুত্রসন্তান আছে।
Read More News
স্ত্রী ডিভোর্সের সিদ্দান্ত নিলেও এখনো সংসার টিকিয়ে রাখার পক্ষে সিদ্দিক। তিনি স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুমি ফিরে এসো। আমাদের এতো ছোট বাচ্চা রয়েছে দুইজন দুইদিকে চলে গেলে বাচ্চাটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখো। গণমাধ্যমকে অভিনেতা সিদ্দিক নিজেই এ তথ্য জানিয়েছেন।
মডেলিংয়ে অনুমতি না দেওয়ার অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর একদিন পর এবার নতুন করে অভিযোগ তুলেছেন স্ত্রী মারিয়া মিম। এখন তার দাবি, সিদ্দিকের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক। তাছাড়া স্ত্রীকে সময় দেন না-এ কারণেই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper