মুক্তি পাবে বলিউডের অন্যতম অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘মোতিচুর চকনাচুর’। এ ছবির গান বাত্তি বুঝা দো অর্থাৎ আলো নিভিয়ে দাও গানটি মুক্তি পেয়েছে। গানটি ইতিমধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। যার ভিউ ছাড়িয়েছে প্রায় ৩৭ লাখ। শুধুই নওয়াজউদ্দিন সিদ্দিকি ও সানি লিয়নই নন এই গানে অভিনয় করতে দেখা গিয়েছে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকেও। গানের সুর দিয়েছেন রাজমি গুলাটি। গেয়েছেন রামজি গুলাটি ও জ্যোতিকা।
মোতিচুর চকনাচুরে নওয়াজউদ্দিন সিদ্দিকি পুষ্পিন্দরের ভূমিকায় অভিনয় করেছেন। পুষ্পিন্দর ৩৬ বছরের এক আবিবাহিত এক যুবক যিনি কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। পরে তাকে সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়ে। তবে এই কথা তিনি কাউকেই বলার সাহস পাননি।
Read More News
অন্যদিকে অনিতা (আথিয়া শেট্টি) বিয়ে করতে চান কোনও এনআরআইকে অর্থাৎ বিয়ের পরে বরের সঙ্গে বিদেশে প্রতিষ্ঠিত হতে চান। দু’জনের বিয়ের পরেই সত্যের উন্মোচন হয়। এভাবেই এগোতে থাকে টিত্রনাট্য। পরবর্তী অংশ জানতে হলে ছবির মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করতেই হবে।
CoinWan Latest Banlga Newspaper