জমকালো বেলি ডান্স, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের এই বেলি ডান্স ভাইরাল হয়েছিল মুহূর্তেই। এবার সাদা বিকিনিতে উষ্ণতা ছড়াতে দেখা গেল বলি অভিনেত্রীকে। সুইমিংপুলে সাদা বিকিনির ছবি পোস্ট হতেই প্রশংসা কুড়ানো শুরু। অল্প সময়েই ৭ লাখ লাইক পার করে গেছে ‘রেইড’ অভিনেত্রীর এই হট ছবি।
Read More News
সাদা বিকিনির ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘বিকিনির প্রশংসায় পোস্ট।’
অভিনেত্রীর প্রশংসায় কমেন্টও তেমনই আসতে থাকে। সাদা বিকিনিতে ইলিয়ানা যে আকর্ষণীয় লাগছেন, তা তাঁর ছবিতে কমপক্ষে ৭ হাজার কমেন্ট দেখলেই বোঝা যাবে। কমেন্টে ভক্তকুলের পাশাপাশি সেলেবদের কমেন্টও রয়েছে।