অ্যামি জ্যাকশন ইন্সটাগ্রামে ২ মাসের ছোট্ট অ্যান্ড্রিজের ছবি শেয়ার করলেন। সম্প্রতি মা ও ছেলের ছবির পোস্টে আপ্লুত আয়ুষ্মান খুরানা, এষা গুপ্তা, আথিয়া শেট্টি, শোফি চৌধুরী।
Read More News
‘আমার জীবনের আলো’- এই ক্যাপশনেই ছেলের ছবি পোষ্ট করেছেন অ্যামি। এর আগেও তিনি ছোট্ট সোনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। দেখুন সেইসব ছবি…

এমি জ্যাকসন হলেন একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল যাকে প্রধানত ভারতীয় চলচ্চিত্রে দেখা যায়। তিনি ১৬ বছর বয়েসে মডেলিং কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সালে মিস টিন ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ করেন। পরবর্তীতে, পরিচালক এ. এল. বিজয় তামিল ভাষায় মাদ্রাসাপাট্টিনাম (২০১০) নামে একটি ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে আনেন।
CoinWan Latest Banlga Newspaper