এবার বলিউডের ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন হৃতিক রোশনের চাচা রাজেশ রোশনের মেয়ে ‘পশমিনা রোশন’। রাজেশ রোশন বলিউডের স্বনামধন্য মিউজিক কম্পোজার। বলিউডের একটি শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে পশমিনার কথা চলছে। আগামী বছরই রুপালি পর্দায় তাকে দেখা যেতে পারে। আগামী ১০ নভেম্বর ‘পশমিনা রোশন’ বয়স ২৪ বছর পূর্ণ হবে।
Read More News
পশমিনা মঞ্চ নাটকে বেশ সক্রিয়। মুম্বাইয়ে ব্যারি জনের অভিনয়ের স্কুলে ছয় মাসের কোর্সও করেছেন। পাশাপাশি মঞ্চ অভিনেতা অভিষেক পান্ডে, ভারতের সাহিত্য নাটক অ্যাওয়ার্ড জয়ী অভিনেত্রী-পরিচালক নাদিরা বাব্বর ও মার্কিন নাট্যকার জেফ গোলবার্গের কাছেও প্রশিক্ষণ নিয়েছেন পশমিনা। শুধু তাই নয়, অভিনয়ের বিষয়ে হৃতিকও তাকে পরামর্শ দেন।
CoinWan Latest Banlga Newspaper