নির্মাতা ফাহমি ও মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল

নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার (৪ নভেম্বর) কয়েকটি ফেসবুক গ্রুপে দুটি ছবি পোস্ট করা হয়। পরে সেখান থেকে এরপর ছবিটা সেখান থেকে ভাইরাল হয়। এ দুইটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু গেছে।

কারণ বিভিন্ন সময় অভিনেত্রীকে নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তাকে নিয়ে এখনও বেশ আলোচনা। দু’জনকে প্রায়ই দেখা যায় নানা জায়গায়। কখনও সৃজিতের জন্মদিনের অনুষ্ঠানে, পূজা মণ্ডপে, কেনাকাটা করতে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে বরাবরই তারা একে অপরকে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে দাবি করে আসছেন।
Read More News

অন্যদিকে, গেল সেপ্টেম্বরে শোনা গিয়েছিল, তাহসানের সঙ্গে মিথিলার পুরনো প্রেম জেগে উঠেছে। এক হতে চাচ্ছেন তারা। দুজনে একমাত্র মেয়ে আয়রাকে নিয়ে একসঙ্গে দেশের বাইরে ঘুরেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরছেন, ইন্সটাগ্রামে মেয়ের সঙ্গে আলাদা ছবি শেয়ার করেছেন। কিন্তু নতুন ভাইরাল হওয়া ছবি সব ঘটনা উল্টে দিল। অপেক্ষা এখন নতুন খবরের।

এদিকে এ বিষয়ে কথা বলার জন্য ফাহমি ও মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য, সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলা ছিলেন বিনোদন জগতের অনেক তারকার কাছে আদর্শ দম্পতি। তাদের সুখের সংসার নিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় আলোচনা শোনা যেত। তবে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই তারকার বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর অনেকেই হতাশ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *