বাংলাদেশ জাতীয় দল প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর করছে। এই সফরে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ দুটি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়।
বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শুধু তাই নয়, দু’দল খেলবে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ। কলকাতায় অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচটিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Read More News
প্রায় এক মাসের এই দীর্ঘ সফরটি শুরু হবে ৩ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর। এই আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। এই সিরিজ চলাকালীন সময়ে চ্যানেলটি প্রচার করবে চারটি অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে প্রচার হবে দারাজ নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’। ম্যাচের মধ্য বিরতিতে বাংলালিংক ‘মিড উইকেট’। আর ম্যাচ শেষে গিয়ার নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’ এবং গাজী গ্রুপ নিবেদিত ‘ক্রিকেট হাইলাইটস’।
এই অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবেন আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, জাহারা মিতু এবং নীল হুরেরজাহান। জিটিভির স্পোর্টস টিমের প্রযোজনায় সম্প্রচারিত হবে ক্রিকেটের এই অনুষ্ঠানগুলো।
CoinWan Latest Banlga Newspaper