স্বর্ণের দাম আবার বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।
ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা ভরি। রোববার থেকে সারা দেশে বাড়তি দাম কার্যকর হবে।
Read More News
জুলাই ও আগস্ট মাসে ৫ দফায় সোনার দাম ৫০ হাজার ১৫৫ টাকা থেকে বেড়ে ৫৮ হাজার ২৮ টাকা হয়। গত ১১ই সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম কমে ৫৬ হাজার ৮৬২ টাকা হয়েছিল। ফলে আড়াই মাসের মাথায় আবার বাড়ছে স্বর্ণের দাম।
দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
দর বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৬৮০ টাকায়। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।
CoinWan Latest Banlga Newspaper