সোশ্যাল মিডিয়ায় তাঁকে কেউ ট্রোল করলে জবাব দিতে ছাড়েন না অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি ট্যুইটারে তাপসীকে এক ট্রোল সমালোচনা করে বলেন, ‘বলিউডের ইতিহাসে তাপসী সবচেয়ে সমস্যা জর্জর অভিনেত্রী’। তাপসী সে কথার উত্তরে এক হাত নিয়েছেন ওই ব্যক্তিকে।
Read More News
সম্প্রতি তাপসী পান্নু ও ভূমি পেডনেকর অভিনীত ছবি ‘সান্ড কি আঁখ’ মুক্তি পেয়েছে। সেই ছবিতে বয়স্ক অভিনেত্রীর রূপে তাপসীর চেহারা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সে বিষয়ে বলতে গিয়েই ট্রোল তাঁকে ‘সমস্যা জর্জর’ বলে উল্লেখ করেছে। যদিও এর উত্তরে তাপসীর জবাব, ‘আমি জানি এটা। আমার বাবা-মাও জানেন আমি কিছুটা সমস্যাযুক্ত। স্টিরিওটাইপদের জন্য এটা খুবই সমস্যার। কিন্তু সরি আমি আপনাকে জানিয়ে রাখি আমি এমনটাই থাকব। আপনাকে ধৈর্য খানিক বাড়াতে হবে।
যদিও বলিউডের অনেক অভিনেত্রীই এ ধরনের হেট কমেন্টের কোনও জবাব দেন না। তবে তাপসী বরাবরই ট্রোলদের যোগ্য জবাব দিয়ে থাকেন।
কাজের দিক থেকে অনুভব সিনহা পরিচালিত থাপ্পড় ছবিতে দেখা যাবে তাপসীকে। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অর্জুন কাপুর, শরমন জোশী ও মনোজ পাহওয়াকে।
CoinWan Latest Banlga Newspaper