জাহিদ হাসান রঙিন পাঞ্জাবিতে বরের সাজে। তার পাশে লাল বেনারসি পরে বউয়ের সাজে দাঁড়িয়ে আছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এমন বর-কনের সাজের ছবিটি পিয়া তার ফেসবুকে পোস্ট করেন।
Read More News
মুচকি হেসে পিয়া জানালেন, ভয় নেই, জাহিদ ভাইকে বিয়ে করিনি। মূলত এটি শুটিংয়ের একটি দৃশ্য।
জানা গেছে, আগামী ঈদের জন্য নির্মিত হতে যাচ্ছে ‘বউ নিয়ে বিপদে’ শিরোনামে নাটকটি। এটি নির্মাণ করছেন আদিবাসী মিজান। নাটকটির শুটিং হচ্ছে পূবাইলে। সুন্দরী বউ অর্থাৎ পিয়াকে নিয়ে জাহিদ হাসানের নানা কর্মকাণ্ডই ফুটে উঠবে এই নাটকে।
CoinWan Latest Banlga Newspaper