মঙ্গলবার সুস্মিতা সেন জীবনের ৪৪তম বছরে পা রেখেছেন। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনও চেষ্টার বাকি রাখেননি তাঁর প্রিয়জনরা। সেই দিনের পার্টির ছবি-ভিডিয়ো নিজের অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী পোস্ট করেছেন নিজেই। তার পরই ভাইরাল প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের জন্মদিনের পার্টির বিভিন্ন মুহূর্ত।
Read More News
দুই মেয়ে রিনি-আলিশা ও ব্রয়ফ্রেন্ড রোহমান শল ছাড়াও জন্মদিনের পার্টিতে ছিলেন পরিবারের লোকজনরাও। জন্মদিন উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছিল বাড়ির ছাদ। সেখানেই হয়েছে কেক কাটা থেকে শুরু করে অন্য কাজকর্ম। জন্মদিনে পরিবারের থেকে এ রকম সারপ্রাইজ পেয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী যে পুলকিত তা ফুটে উঠেছে তাঁর অভিব্যক্ততেই।
জন্মদিন পালনের ভিডিয়ো পোস্ট করে সুস্মিতা লিখেছেন, ‘ম্যাজিকাল জন্মদিন পালন। যা একজন চাইতে পারে তার সব কিছুই রয়েছে।’ এই আয়োজনের জন্য মেয়েদের ও বয়ফ্রেন্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper