স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সরবরাহ করা রাজাকারদের তালিকা যাচাই-বাছাই না করেই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমাদের দেয়া নোটও আমলে নেয়া হয়নি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিজয় দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন।
Read More News
তিনি বলেন, দালাল আইনে রাজাকারদের যে তালিকা ছিল, তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে অনেকের নামের পাশে নোট ছিল, কারো নামে মামলা ছিল, সে বিষয়গুলো যাচাই-বাছাই না করেই তালিকা প্রকাশ করা হয়েছে। এ জন্যই এমন অসঙ্গতি।
আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
CoinWan Latest Banlga Newspaper