নন্দিত অভিনেত্রী এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি সুবর্ণা মুস্তাফা জন্মদিন আজ (২ ডিসেম্বর)। ১৯৫৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। আশির দশকের জনপ্রিয় এই টিভি অভিনেত্রী ৬০ বছরে পা রাখলেন। এদিনে অভিনেত্রীকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কেটে সবাই ভালোবাসা প্রকাশ করেন।
নিজের জন্মদিন প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, আমার কাছে সব কাজই কাজ, সব দিনই দিন। একটির জন্য অন্যটিকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। খুব কাছের যারা তারাই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করেছেন। এটা আমার কাছে ভীষণ ভালোলাগে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।
Read More News
এই বছর অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য একুশে পদকে ভূষিত হয়েছেন সুবর্ণা মুস্তাফা। ঢাকা থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হয়েছেন তিনি।
সুবর্ণা মুস্তাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে শিক্ষা লাভ করেছেন।
উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছেন। রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি সুযোগ পেলে এখনও অভিনয় নিয়ে মেতে উঠেন এ অভিনেত্রী। তার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র কাজী জহিরের ‘নতুন বউ’। এ সিনেমাতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন।
সম্প্রতি গণ্ডি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তার বিপরীতে আছেন ফেলুদাখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বাংলাদেশের এই চলচ্চিত্রে ‘গণ্ডি’তে একসঙ্গে দেখা যাবে তাদের। পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান।
প্রথম সিনেমাতে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এ অভিনেত্রী। কিন্তু নাম ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে বলে সেসময় পুরস্কারটি গ্রহণ করেননি সুবর্ণা মুস্তাফা। চলতি বছর ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবারও জয়ের মালা তার দখলে। এবার পেয়েছেন বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাতে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেত্রী হিসেবে।
বর্তমানে এ অভিনেত্রী বদরুল আনাম সৌদের পরিচালনায় বিটিভিতে প্রচার চলতি ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। কিছুদিন আগে শেষ করেছেন ফাখরুল আরেফিন পরিচালিত ‘গণ্ডি’ নামে একটি সিনেমার শুটিং।
CoinWan Latest Banlga Newspaper