বলিউড অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গতকাল রোববার সকালে আমেদাবাদের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে রাজস্থানের বুরুন্দি সদর থানা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে অনেক আগেই অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি পুলিশকে অসহযোগিতা করেন।
Read More News
ডিসেম্বরের শুরুতেও তার কাছে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি বিষয়টিকে পাত্তাই দেননি। এর ফলে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে পায়েল রোহতাগি সামাজিক যোগাযোগমাধ্যমে জওহরলাল নেহরু, ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেন। এরপর তার ওই পোস্ট ভাইরাল হয়ে গেলে যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনে পায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে বাংলার কিংবদন্তি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের চর বলে মন্তব্য করেন পায়েল। তখন এ বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।।
CoinWan Latest Banlga Newspaper