দশ বছর পর আবারও ফিরছেন সুস্মিতা

সুস্মিতা সেন আবারও ফিরছেন। তিনি এক দশক রূপোলি পর্দা থেকে বিরতি নিয়েছেন। দুই মেয়েকে মানুষ করতেই ব্যস্ত ছিলেন। মাঝে অবশ্য ২০১৫ তে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্বাকে কাজ করেছেন। দেখা গিয়েছে ফ্যাশন শোয়ের মঞ্চেও। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে।

নিজেই ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে সেই সুখবর দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘আমি বরাবরই ধৈর্য্য ধরতে জানি। আমার ভক্তরা ১০ বছর অপেক্ষা করেছেন আমার পর্দায় ফেরার জন্য। এতে আমি তাঁদের ভক্ত হয়ে গিয়েছি। নিঃশর্তভাবে তাঁরা ভালোবাসা দিয়েছেন। সঙ্গে উৎসাহ দিয়েছেন প্রতি মুহূর্তে। আমি শুধু তোমাদের জন্য ফিরছি। আমি তোমাদের ভালোবাসি।

এই ঘটনার বেশ কয়েক মাস আগে তিনি রাজীব মসন্দের একটি শো-তে এসে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি আবার পর্দায় ফেরার তোড়জোড় শুরু করেছেন। তবে তা সিনেমা নয়। হয়তো কোনও ওয়েব সিরিজ।
Read More News

আর তা দেশের অন্যতম দুটি ওয়েব প্ল্যাটফজ্ঞমের জন্য। এই দুই কনটেন্টও ভিন্ন। শ্যুটিং বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। সম্ভবত তার নতুন এই প্রোজেক্টের নাম ‘রাউন্ড টু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *