বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা-নিকের সংসার ভালোই চলছে। তবে সামাজিক মাধ্যমে নায়ক ফারহান ও প্রিয়াঙ্কার একটি ভিডিও এখন ভাইরাল হতে দেখা গেছে। যেখানে প্রিয়াঙ্কাকে অভিনেতা ফারহানের সঙ্গে একেবারে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাচ্ছে।
ফিল্ম এফসি নামের ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশ পাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা বোল্ড পোশাকে বিছানায়। আর ফারহান আখতারও একেবারে নামমাত্র পোশাকে রয়েছেন৷ শুধু পোশাকের দিক থেকেই নয়, ক্লিপটির কথোপকথনও হট। তাদের খুনসুটিও আবেদনময়ী।
তবে সিনেমা বিশ্লেষকদের দাবি, ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি আসলে লিকড প্রোমো। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার দৃশ্য এটি।
Read More News
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটিতে বাস্তব সমাজের অবস্থা তুলে ধরা হয়। তবে ভাইরাল হওয়া ভিডিওটি সিনেমাতে নেই। দাবি করা হচ্ছে, দৃশ্যটি শুট করা হলেও সিনেমাতে ব্যবহার করা হয়নি।
CoinWan Latest Banlga Newspaper