পাঞ্জাবে রয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। লাল সিং চাড্ডার শুটিংয়ের জন্যই বর্তমানে অমৃতসরে রয়েছেন করিনা। লাল সিং চাড্ডার শুটিংয়ের মাঝে সময় বের করে এবার সোজা স্বর্ণ মন্দিরে হাজির হন কারিনা কাপুর। শুটিং থেকে সময় বের করেই স্বর্ণ মন্দিরে হাজির হন কারিনা।
লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কারিনা। সিনেমার শুটিং শুরুর আগে আমির খান এবং করিণ রাওয়ের সঙ্গে পার্টি করতেও দেখা যায় অভিনেত্রীকে।
Read More News
সম্প্রতি গুড নিউজ ছবির প্রমোশন করতে মুম্বাইতে ফিরে আসেন কারিনা। অক্ষয় কুমার, দলজিত সিং দোসাঞ্জ এবং কিয়ারা আদবানির সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন করিনা।
CoinWan Latest Banlga Newspaper