বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে (৭৫) ও অভিনেত্রী দোলন রায় (৪৯) অবশেষে সাত পাঁকে বাঁধা পড়লেন। বহু বছর তারা লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন এই দুই তারকা।
হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না। সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন দীপঙ্কর।
Read More News
অন্যদিকে মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়।
দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
CoinWan Latest Banlga Newspaper