মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে মার্কিন বিমান ঘাঁটির অর্থ যতক্ষণ না প্রদান করা হবে, তার আগে যুক্তরাষ্ট্রের বাহিনী বালাদ সামরিক ঘাঁটি ছাড়বে না। এটি বাগদাদ থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে আমাদের রয়েছে অত্যন্ত ব্যয়বহুল এয়ারবেস। এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। সময়ের অনেক আগেই আমরা ইরাক ছাড়ছি না যতক্ষণ না তারা আমাদের অর্থ ফেরত দেয়। আমরা তাদের (ইরাক) ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করবো যা তারা আগে কখনও দেখেনি। এটি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকেও ম্লান করে দেবে।
Read More News
এর আগের দিন, মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরাকি সংসদ। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এবং আন্তর্জাতিক জোটের সাথে সহযোগিতা অবসানের আদেশ সংক্রান্ত প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহ্দীর দেওয়া একটি সুপারিশকে সমর্থন করেছে ইরাকি সংসদ।
এদিকে, ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ইরাকের সন্ত্রাসবিরোধী অভিযান স্থগিত করবে বলে জানিয়েছে।
CoinWan Latest Banlga Newspaper