নুসরাত জাহান আলোচনায় থাকেন রাজনীতি, সিনেমা, টিকটকে ভিডিও, স্বামীর সঙ্গে রোমান্স, অসহায়কে সহযোগিতা কত কারণেই।
এবার নতুন খবর নিয়ে আসছেন নায়িকা। সপ্তাহখানেক আগে তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে নুসরাত একটি ‘সেভ দ্য ডেট’-এর মেসেজ পাঠান। কিন্তু কী সেই অনুষ্ঠান, সেই বিষয়ে কাউকেই জানানো হয় না।
সেটাকে সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছিল। যাদেরকে এই মেসেজ পাঠানো হয়, তারা অনেকেই ধরে নেন এটা হয়তো নুসরাতের স্বামী নিখিল জৈনের জনপ্রিয় শাড়ি প্রস্তুতকারক সংস্থার কোনও অনুষ্ঠান। অথবা নুসরাতের কোনও ঘরোয়া অনুষ্ঠান।
Read More News
তবে বিশ্বস্ত সূত্রের খবর, ২৫শে জানুয়ারির এই অনুষ্ঠানে, নুসরাত নাকি নিজের নতুন পোশাকের লেবেল লঞ্চ করতে চলেছেন। আর তার-ই শেষ মিনিটের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত নুসরাত।
জানা গেছে, বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে আয়োজিত হবে এই অনুষ্ঠান এবং সেখানে আকর্ষণীয় ফ্যাশন শোয়ের মাধ্যমে নুসরাতের লেবেল লঞ্চ করা হবে। তবে এ ব্যাপারে এখনও কেউ কিছুই বলেননি।
CoinWan Latest Banlga Newspaper