ঢালিউডের জনপ্রিয় মুখ মাহিয়া মাহি রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার নতুন একটি সিনেমায় তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
গত ৭ই জানুয়ারি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্লাড’ নামের নতুন একটি ছবিতে। যার পরিচালক ওয়াজেদ আলী সুমন।
মাহি বলেন, দ্বৈত চরিত্রে এ সিনেমায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। একটি নায়িকার চরিত্র, অন্যটি খলনায়িকার। খল চরিত্রে অভিনয়ের ইচ্ছে আমার অনেক দিনের।
Read More News
এ চরিত্রটি হবে নিজেকে ভাঙার একটি অন্যতম উপায়। বড় আয়োজনের ছবি ছাড়া করবো না আগেই বলেছিলাম। এ জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম। জানুয়ারির শেষেই ‘ব্লাড’ ছবির শুটিং শুরু হবে। এটি হবে অ্যাকশন ঘরানার ছবি। প্রি-প্রোডাকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এ সিনেমায় মাহির বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।
CoinWan Latest Banlga Newspaper