কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত জীবন, বিয়েসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
রাইমা বলেন, অভিনয়ের চাইতেও পার্টি করতে নাকি তার বেশি ভালো লাগে। আসলে আমি যত বেশি কাজ করি, পার্টি তার চেয়েও বেশি করি। তাইতো পার্টি গার্ল তকমা মিলেছে। আমি আসলেই পার্টি গার্ল। আর এটা স্বিকার করতে কোন দ্বিধা নেই।
Read More News
আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্টি করা। এদিকে আপাতত বিয়ে নিয়েও ভাবতে চান না। আমি হ্যাপিলি সিঙ্গেল। বাবা-মা যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, রোজগার করছি, ট্রাভেল করছি। কারও কাছে জবাবদিহি করার নেই। আপাতত বিয়ে করার কোন আগ্রহ নেই। আর শুধু বিয়ে করার জন্য বিয়ে করব না, যদি না পাগলের মতো কারও প্রেমে পড়ি। আর তাকেও আমার সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করতে হবে। এমন কাউকে না পাওয়া পর্যন্ত সিঙ্গেলই থাকতে চাই।
CoinWan Latest Banlga Newspaper