কমেডিয়ান কপিল শর্মার উপর রেগে গেলেন সাইফ আলি খান। শুক্রবার মুক্তি পেয়েছে সইফের ছবি ‘জওয়ানি জানেমন’। আর সেই ছবির প্রচারেই কপিলের অনুষ্ঠানে এসে কমেডিয়ান কপিলকে সাইফের প্রশ্ন, “তোমার বিয়ে হয়ে গিয়েছে না, কেন জিজ্ঞাসা করছি বল তো? আমার স্ত্রী কারিনা তোমার অনুষ্ঠানে এসেছিল কিছু দিন আগে। তা দেখলাম পুরো শো জুড়েই তোমার নজর ওর দিকেই ছিল।”
Read More News
অন্য কেউ হলে হয়ত, ছোটে নবাবের ‘হুঙ্কারে’ খানিকটা ভয়ই পেয়ে যেতেন। কিন্তু কপিল স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই হাসতে হাসতে উত্তর, “না স্যর, কারিনা বলে নয়। আমি সবার স্ত্রীদের সঙ্গেই এমন ব্যবহারই করে থাকি।”
CoinWan Latest Banlga Newspaper