৪৬ বছরে পা দিলেন ফারহান আখতার। বলিউডে নতুন ধরনের ছবির স্বাদ পেয়েছে দর্শক। ‘দিল চাহতা হ্যায়’ দিয়ে যে জার্নি শুরু হয়েছিল, সেই ফারহান পরিচালকের পাশাপাশি নিজে একজন অভিনেতাও। তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে একাধিক ছবিতে।
জন্মদিনে বিশেষ কিছু তো হবেই। ফারহানের জন্মদিনে সেলিব্রেশনের কী আয়োজন ছিল তা জানা না গেলেও, তাঁর প্রেমিকা শিবানি ডান্ডেকার এই বিশেষ দিনটিকে ফারহানের জন্য আরেকটু স্পেশ্যাল করে তুললেন সোশ্যাল পোস্টের মাধ্যমে। তাঁর ফারহানের একটি ছবি পোস্ট করে শিবানি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মাই বেটার হাফ…’। একই সঙ্গে ফারহান তাঁর জীবনের অনুপ্রেরণা এবং তাঁর দেখা সবচেয়ে আলাদা মানুষ বলেও উল্লেখ করেছেন টেলিভিশন সঞ্চালিকা-গায়িকা শিবানি।
Read More News
বহুদিন ধরেই একে-অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ফারহান আখতার ও শিবানি ডান্ডেকর। গত বছর ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজেদের প্রেমের কথা জানিয়েছিলেন তাঁরা। তবে বিয়ের কথা এখনও বলেননি কেউই। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে নানা ছবিও শেয়ার করেন তাঁরা। জন্মদিনের পোস্টে ‘বেটার হাফ’ লেখায় তাই নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিউডে।
তবে কি চুপিসাড়ে বিয়েটাও সেরে ফেললেন ফারহান-শিবানি? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।
CoinWan Latest Banlga Newspaper