অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা অভিনয়ের বাইরে তিনি গানও করেন। নতুন বছরে ঈশিতা নিয়ে এসেছেন লাকী আখন্দের গান ‘আবার এলো যে সন্ধ্যা’। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছেলে যাভীর দৌলা। সম্প্রতি ইউটিউবে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।
নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্দেশনা দিয়েছেন মঞ্জু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
Read More News
গানটি নিয়ে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু’জন মিলে গানটি করা। এই গানটি আমাদের দু’জনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।
CoinWan Latest Banlga Newspaper