মুক্তি পেল জোনাস ব্রাদার্স-এর সাম্প্রতিকতম গানের ভিডিয়ো ‘হোয়াট অ্যা ম্যান গট্টা ডু’। আগের মতো এবারও জোনাস ব্রাদার্স-এর সঙ্গে ভিডিয়োয় দেখা গেল তিন গিন্নিকেও। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাসকে দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া Sucker গানের ভিডিয়োয়।
Read More News
‘হোয়াট অ্যা ম্যান গট্টা ডু’ গানের ভিডিয়োর শুরুতে সামনে আসে প্রিয়াঙ্কা-নিক জুটি। এরপর ফ্রেমে ধরা পড়েন জো এবং সোফি। শেষে পর্দায় আসেন কেভিন ও ড্যানিয়েল। গানটি মুক্তি পাওয়ার আগে অবশ্য ব্যান্ডের তরফে ভক্তদের উসকে দেওয়া কিছু পোস্টার প্রকাশ করা হয়। এই সব পোস্টার অনুপ্রাণিত হয়েছিল রিস্কি বিজনেস, সে এনিথিং এবং গ্রিজ-এর মতো ছবি থেকে।
CoinWan Latest Banlga Newspaper