ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরের জন্য খাবার রান্না করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাবারের তালিকায় ছিলো পাঁচ ধরণের মিষ্টি, পোলাও এবং কোরমা।
রোববার (২৬ জানুয়ারি) এসব খাবার পেয়ে সাকিব আল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। খাবারের ছবি শেয়ার করে সাকিব ইংরেজিতে ক্যাপশন হিসেবে লিখেছেন-
‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম দেখে আমি সত্যি নির্বাক, কারণ আমি তার সুস্বাদু রান্নার স্বাদ নিতে পেরেছি যা তিনি আজ সকালে নিজে রান্না করেছেন এবং আমার স্ত্রীর জন্য আমার বাড়িতে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, যখন আমরা তার বাসায় যায় খাবারগুলো আমার স্ত্রীর পছন্দ হয়েছিল। প্রধানমন্ত্রীর আশ্চর্যজনক এ অভিব্যক্তির জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। বাকি জীবনের জন্য আমার হৃদয়ে বিষয়টি গেঁথে থাকবে! আমরা সত্যিই ধন্য!’
Read More News
শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিবপত্নী উম্মে শিশির আল হাসান। এ সময় শিশিরের সঙ্গে তাদের মেয়েও ছিল। সাকিব ও শিশিরের মনের ইচ্ছেপূরণ করতেই নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরা। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
CoinWan Latest Banlga Newspaper