ফিটনেস নিয়ে সর্বদা সচেতন অভিনেত্রী-মডেল মন্দিরা বেদী। বিভিন্ন ভঙ্গিতে জিম করার ছবি-ভিডিয়ো প্রায়শই আপলোড করেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেই সব ছবি-ভিডিয়ো প্রশংসিতও হয়। ৩৬৫ দিনের ফিটনেস চ্যালেঞ্জের ১৭১তম দিনে জিম করার ভঙ্গির ছবি পোস্ট করেছেন। সেই ছবি নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
Read More News
বৃহস্পতিবার সেই ছবি আপলোড করে ওই বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘স্পট মাই হেড!’ অর্থাৎ আমার মাথা খুঁজে বের করুন। সেই ছবিতে দেখা যাচ্ছে, দেওয়ালে পা ঠেকিয়ে হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর মাথা দু’হাতের মধ্যে। যার জেরে দেখা যাচ্ছে না তাঁর মাথা।
এ ভাবেই ফিটনেস চ্যালেঞ্জের ১৭১তম দিনে হ্যান্ডস্ট্যান্ড ভঙ্গিতে ব্যায়ামের ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী-মডেল মন্দিরা বেদী।
CoinWan Latest Banlga Newspaper