মাফিয়া সম্রাজ্ঞী চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বলিউডের স্বনামধন্য নির্মাতা সঞ্জয় লীলা বানশালির নায়িকা হয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন আলিয়া ভাট। ছবির নাম ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’।
Read More News
গতকাল বুধবার ছবিতে আলিয়ার লুক প্রকাশ করা হয়েছে। বলিউডে ‘হাইওয়ে’ ও ‘গাল্লি বয়’র মতো ছবিতে কাজ করে প্রশংসিত হয়েছেন আলিয়া। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিটিও তার ক্যারিয়ার অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। বানশালি প্রোডাকশনের টুইটারে আলিয়ার লুক প্রকাশ করে বলা হয়েছে, শক্তি, ক্ষমতা ও ভয়! একটি লুক, হাজারো আবেগ। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির প্রথম ঝলক।
২০২০ সালের ১১ সেপ্টেম্বর ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper